
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন, হুগলি : সাড়ম্বরে সম্পূর্ণ হল দুর্গাপুজো কার্নিভাল ২০২৩। আলোকোজ্জ্বল কার্নিভালের মাধ্যমে ফুটে উঠল নানা সচেতনতা এবং সাফল্যের ছবি। উঠে এল চন্দ্রযান-৩ এর সাফল্য থেকে পরিবেশ রক্ষা, পথ নিরাপত্তা সহ নানান বিষয়। বৃহস্পতিবার চুঁচুড়া কারবালা মোড়ে সবুজ পতাকা নেড়ে কার্নিভালের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সাংসদ কল্যাণ ব্যানার্জি, বিধায়ক অসিত মজুমদার, অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো, ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল, আইসি চুঁচুড়া অনুপম চক্রবর্তী প্রমুখ। কার্নিভালের সামনে বাইকে ছিল চন্দননগর কমিশনারেটের উইনার্স টিম। শোভাযাত্রায় ছিল ফায়ার ব্রিগেডের মোটর বাইক। ব্যান্ড পার্টি, বাউল, ঢাকির দল, রণপা, শিশুদের ধুনুচি নাচ, ধামসা মাদোলের শব্দে আদিবাসী নৃত্য সঙ্গে খোল করতাল। কারবালা মোর থেকে পিপুলপাতির দিকে এগোতে শুরু করে প্রথম বারোয়ারী শ্রীদূর্গা কলোনী উন্নয়ন সমিতি। শোভাযাত্রায় দ্বিতীয় ছিল পঞ্চাননতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি। চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছিল প্রশাসনিক মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য্য, সাংসদ কল্যাণ ব্যানার্জি, অপরূপা পোদ্দার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, পুলিশ সুপার গ্রামীণ কামনাশিষ সেন, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসিত মজুমদার, অরিন্দম গুঁই, অসীমা পাত্র, করবি মান্না, জেলা সভাধিপতি রঞ্জন ধাড়া প্রমুখ। একের পর এক পুজো বারোয়ারী শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসে প্রশাসনিক মঞ্চের সামনে। সেখানে পুজো উদ্যোক্তাদের দ্বারা আয়োজিত থিমের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। তার পর ধীরে ধীরে শোভাযাত্রা এগিয়ে যায় প্রতিমা নিরঞ্জনের লক্ষে অন্নপূর্ণা ঘাটের দিকে। পুজো কার্নিভালকে দেখতে রাস্তার দুপাশে উপচে পড়েছিল হাজার হাজার মানুষের ভিড়। হুগলিতে এদিন ১৮টি পুজো কার্নিভালে অংশ নেয়। প্রশাসনিক তৎপরতা ছিলো চোখে পড়ার মত। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় ছিল কয়েক হাজার পুলিশকর্মী। কারবালা মোড় থেকে অন্নপূর্ণা ঘাট পর্যন্ত বিস্তীর্ণ তিন কিলোমিটার রাস্তায় ছিল ড্রোনের নজরদারি। সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, এটা শুধুমাত্র শোভাযাত্রা বললে চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা এই কার্নিভালের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত হয়েছে বাংলার দুর্গাপুজো। দুর্গাপুজো আর শুধু বাংলায় সীমাবদ্ধ নেই। দেশ ছাড়িয়ে বিদেশেও বন্দিত। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে